শনিবার, 07 জুলাই 2012 03:37

মুক্তিযোদ্ধা রবীন্দ্র সিংহের স্মরণ সভা অনুষ্ঠিত

Rate this item
(0 votes)

বিশ্বজিৎ রায়
মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় রবীন্দ্র কুমার সিংহের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় নবারুন সংঘের আয়োজনে স্থানীয় গোপীনাথ মন্দিরে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ গন-মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক রসময় মোহান্ত।

যোগেশ্বর শর্মার সভাপতিত্বে ও নিখিল কুমার সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুর রশিদ মাখন, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ সম্পাদক শাহীন আহমেদ। বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, সমাজসেবক অনিল কুমার সিংহ, মনোরঞ্জন সিনহা, অরুন কান্তি সিনহা প্রমুখ। পরে প্রধান অতিথি রবীন্দ্র সিংহের স্মরণে দাবা প্রতিযোগীতার উদ্বোধন করেন।

সৌজন্যে: www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/জের/১৭.০৩.২০১২/এসএকে

Read 126610 times Last modified on শনিবার, 07 জুলাই 2012 22:49