রবীন্দ্র হত্যার প্রতিবাদে মণিপুরী থিয়েটারের ডকুড্রামা

রাস্তার মাঝখান দিয়ে আসছে একটা অটোরিকশা। হঠাৎ পেছন থেকে এসে তার গতিরোধ করল একটা মোটর সাইকেল। নামল তিনজন সশস্ত্র মুখোশধারী লোক। তারা অটোরিকশার ড্রাইভারের গলায় ছুরি চেপে ধরল। হেল্‌পার ছুটে পালিয়ে গেল। সন্ত্রাসীরা অটোরিকশার ভেতর থেকে টেনে হিঁচড়ে নামাল এক পুরুষ এবং দুই মহিলাকে। মহিলাদের গায়ের সোনা-গয়না নিয়ে টানা হিঁচড়া করার এক পর্যায়ে পুরুষাটি চিনে ফেলে সন্ত্রাসীদের কাউকে। প্রকাশ করা মাত্র তাকে গুলি করে লাশ ফেলে দিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে গেল সন্ত্রাসীরা। গগনবিদারি আর্তনাদে ভেঙে পড়ল পুরুষটির স্ত্রী এবং অন্য মহিলাটি।

 

কিছুদিন আগে কমলগঞ্জের ছয়ঘরীতে ঘটে যাওয়া এই নির্মম বাস্তব দৃশ্যেরই শিল্পবাস্তবতার এক ভয়াবহ প্রকাশ ঘটাল মণিপুরী থিয়েটার।

মণিপুরী থিয়েটারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত বর্ণাঢ্য অনুষ্ঠান বাতিল করে রবীন্দ্র কুমার সিংহের হত্যার প্রতিবাদে ও গত ৬ মাসে কমলগঞ্জে সংঘটিত ১৬টি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গত ২৬ অক্টোবর শুক্রবার ঘোড়ামারার উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত প্রতীকী প্রতিবাদ কর্মসূচীর শুরুতেই আকস্মিক এই দৃশ্যের প্রামাণ্য উপস্থাপন (ডকুড্রামা) উপস্থিত সকলকে আতংকিত ও স্তব্ধ করে দেয়। খোলামঞ্চ ও রাস্তার চারিপাশে আলো-আঁধারির প্রতিবেশে ফুটিয়ে তোলা হয় সেই রাতের বীভৎস বাস্তবতা।
মানুষকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর শক্তিতে প্রি থিয়েটারকে নতুন করে আবার হাজির করল মণিপুরী থিয়েটার।
পাঁচ মিনিটের এই ডকুড্রামায় অভিনয় করলেন মণিপুরী থিয়েটারের লক্ষ্ণীনারায়ণ, শুকা, ভাগ্যলক্ষ্ণী, সন্‌জিত, ভারত, কলিম, সুমন ও শ্রীনিবাস।

সৌজন্যে: মণিপুরী থিয়েটার

Share

মন্তব্য


নিরাপত্তা কোড
রিফ্রেশ